সাতকানিয়া প্রতিনিধি
বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে করণীয় নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে সাতকানিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ছাড়াও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তাগণ বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।