সাতকানিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্রিমেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় কেরানিহাট উলা মিয়া মার্কেট মাঠ চত্বরে এ মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপজেলা যুবদলের আহব্বায়ক মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও যুবদল নেতা আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি মোহাম্মদ সফি। ডাক্তার নাছিমু জামান, দক্ষিণ জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক এমরান, জকরিয়া, দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুল, সমাজ কল্যাণ সম্পাদক নেয়াজু রহমান, সহ- ক্রীড়া সম্পাদক আবু তৈয়ব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গফুর সিকদার, মোহাম্মদ শাহাজাহান, ফয়সাল, ফারুক, প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রাম্পে প্রায় ১০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি