সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় তাফসীর মাহ্ফিল থেকে ফেরার পথে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন এই যুবক। তার নাম মো. এরশাদ (৪০)। তিনি কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার রাত ২ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোপাপাড়া টেকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে কাঞ্চনা ইউনিয়নের গুড়গুড়ি এলাকায় তাফসীরুল কুরআন মাহ্ফিল শেষ করে বাড়িতে ফেরার সময় এরশাদ সিএনজি অটোরিকশাযোগে কাঞ্চনা ধুপিপাড়া টেকে এসে পেঁৗাঁলে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায়। এতে এরশাদ গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগগ্রামে প্রেরণ করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, এক যুবককে গুলি করা হয়েছে- এমন খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ যায়। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অস্ত্রবাজদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।