সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, সাতকানিয়ার ব্যবসাবান্ধব পবিবেশকে বিনষ্ট করতে একটি মহল পর্দার আড়ালে থেকে রাতের আঁধারে নানা অপকর্ম শুরু করেছে। তারা কেরানীহাটের ব্যবসায়ীদের কাছ থেকে ফোনে চাঁদা দাবি করে না দেয়ায় দোকান পুড়িয়ে দিয়ে ব্যবসায়ীদের মাঝে আতংক তৈরি করতে চায়। তারা কারা? এই সুযোগ তাদের দেয়া যাবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করে সাতকানিয়াকে শান্তির জনপদে পরিণত করে ব্যবসায়ীদের আতংক দূর করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
গত রবিবার রাত দশটার সময় কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন ও সেক্রেটারী মনজুর আলমের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান ছাড়াও বান্দরবান জেলা জামায়াতের আমীর মাওলানা এস এম আব্দুচ্ছালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী সমিতির কর্মকর্তাবৃন্দ ছাড়াও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শাহজাহান চৌধুরী আরো বলেন, এক সময় সাতকানিয়ার পৌরসদরের দেওয়ানহাট ঐতিহ্যবাহী বাজার থাকলেও দীর্ঘ সময়ে চাঁদাবাজি, অন্যায় জুলুমের কারনে তার ঐতিহ্য হারিয়ে গেছে। তাই বাজারকে ব্যবসাবান্ধব রাখার জন্য অপরাধ ও অপরাধীদের রোধ করতে হবে।
প্রসঙ্গত, এর আগে দাবিকৃত চাঁদা না পেয়ে গত শুক্রবার সকালে শাহ জব্বারিয়া মেট্রেস হাউসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আবার ২২ জন ব্যবসায়ীকে চাঁদা দাবি করে ফোন করা হয়। এ ঘটনায় আতংক তৈরি হওয়ায় আতংক কাটিয়ে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।