চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়েতুল্লাহ চক্ষুর সঞ্চালনায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, নুরুল কবির, অধ্যাপক এহসানুল মাওলা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আফসার, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, আরমান হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক আজিজুল হক সিকদার, জামাল হাকিম, মোঃ ইসমাইল, আমির হোসেন, মোঃ সোহেল, শাহজাহান, বিএনপি নেতা সুলতান, মোঃ ইদ্রিস, রাজা মিয়া প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই বলে জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশ-সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাÐের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং বিশৃঙ্খলাকারীদের দলে ঠাঁই নেই।