সাতকানিয়ায় বাসায় তৈরি হচ্ছিল ভেজাল জুস

1

সাতকানিয়া প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সেমিপাকা বাসায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল জুসসহ একাধিক শিশু খাদ্য। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ কারখানার মালিকরা।
সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পাশে একটি বাসায় অনুমোদনহীন মিনি কারখানায় একাধিক খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ‘বিএসটিআই অনুমোদন ছাড়া অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে জুসসহ একাধিক শিশু খাদ্য তৈরি হচ্ছে একটি বাসায়। শনিবার সকালে গোপন সংবাদ পেয়ে উপজেলার কাঞ্চনা ফুলতলা বাজারের পশ্চিম পাশের বাসাটিতে অভিযান চালানো হয়। মালিহা ফ্রুটসহ বিভিন্ন নামের জুস, লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায় সেখানে। সংরক্ষিত পণ্যগুলা যাচাইক্রমে পণ্যের মোড়কে বিএসটিআই এর অনুমোদনসহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পাওয়া যায়। অভিযানে বাসাটিতে মালিহা ফ্রুটস খালি কোটা ১০০০ টি, মালিহা জেলি খালি কোটা ৫০০ টি, মালিহা লেভের মেশিন ১ টি, মালিহা নিল মেশিন ১টি, রূপচান লেভেল ৩০০টি, ষভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০টি, রং ৫০০ গ্রাম, পাউডার ১২ প্যাকেট, ৫ স্টার মশার কয়েল ২৫ প্যাকেট, ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট, সিয়াম চা পাতা ১২০ প্যাকেট, ফুচকা ২০০ প্যাকেট, কুয়াশা লিচি ৫০টি জব্দ করা হয়’।
ম্যাজিস্ট্রেট জানান, কারখানার মালিক বিভিন্ন কোম্পানির নামে শিশু খাদ্য তৈরি এবং একাধিক নামে নানা ধরনের পণ্য সংগ্রহ করে গুদামজাত করে বাজারে সরবরাহ করে আসছিল। অনুমোদন ছাড়া বিক্রি, লেভেলিং এবং মজুদ নিষিদ্ধ হওয়ায় মিনি কারখানাটি সিলগালা করা হয়। এসকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহয়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, বাংলাদেশ সেনাবাহিনীর সাতকানিয়া ক্যাম্পের সদস্যবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ভ‚মি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।