চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসের গুদাম থেকে রবিবার সকালে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দেয়া হয়। এর মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই। উপজেলার ১৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় ও ২য় শ্রেণির ইংরেজি বই সহ পাক-প্রাথমিক আমার বই ও খাতা বিতরণ করা হয়। এছাড়া গত ১ জানুয়ারি হতে ২৭শ বই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসকে অতিথি করে বই বিতরণে কার্যক্রম শুরু হয় এমনটাই জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেব নাথ বলেন, বই আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো উপজেলার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেব। একইভাবে ইতিমধ্যে শিক্ষকদের হাতে বই পৌঁছে গেছে। প্রথম পর্যায়ে পাওয়া গেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্যবই। শিক্ষকদের নতুন বই বুঝিয়ে দেন উপজেলা শিক্ষা অফিস। বিজ্ঞপ্তি