সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মে রাতে ছদাহা ও পুরাণগড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল ছদাহা ইউনিয়নের মো. আবু তাহেরের ছেলে মো. আজহারউদ্দিন (৪৮) ও পুরানগড় ইউনিয়নের মৃত আফজাল আহমদ চৌধুরীর ছেলে আতাউল ইসলাম চৌধুরী (৪৩)। আজাহার ছদাহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আতাউল উত্তর সাতকানিয়া যুবলীগ নেতা বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধেই সাতকানিয়া থানায় সহিংসতার মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।