সাতকানিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

2

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতকানিয়া কালিয়াইশ ৫-৭ নম্বর ওয়ার্ডের জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজিব জাফর চৌধুরীর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইয়াদুল আলম চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস বাবুলসহ বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী। রাজিব জাফর চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের যে ঝান্ডা উড়িয়েছিলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন-২০৩০ ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা-৩১ দফা দিয়েছেন। ছাত্র গণ বিপ্লবের আকাক্সক্ষা ধারণ করে ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যবিহীন মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিজ্ঞপ্তি