সাতকানিয়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

1

সাতকানিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, মানবতার সেবা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। মানুষের কল্যাণে কাজ করা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়-ভিত্তিক পরিবেশ গড়ে তোলাই ইসলামী আন্দোলনের উদ্দেশ্য। দ্বীনি দাওয়াত ও মানবসেবাকে একসাথে চালিয়ে যাওয়া জামায়াতের দায়িত্ব ও অঙ্গীকার। ৩১ অক্টোবর সকালে সাতকানিয়া উপজেলার চিববাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিববাড়ী ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্যাম্পে স্থানীয় অসহায় ও নি¤œআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ইসলামী দাওয়াত ও সমাজসেবার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম। বিশেষ অতিথি ছিলেন- তামাকুন্ডি লেইন বণিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাদেক হোসাইন।