সাতকানিয়ায় চালের বাজারে আগামী মাস থেকে অভিযান

1

সাতকানিয়া প্রতিনিধি

চালের মূল্যবৃদ্ধি এবং তথ্যবিহীন চাল বিক্রি বন্ধে সাতকানিয়ায় শুরু হচ্ছে অভিযান। আগামী মাস থেকে এই অভিযান চলবে। গতকাল রবিবার কেরানীরহাট ও মৌলভী বাজার এলাকায় চালের বাজার তদারকি এবং পাইকারি ও খুচরা দোকান পরিদর্শনকালে এ কথা বলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম।
এ সময় স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে চালের বাজার কিছুটা অস্থিতিশীল। সাতকানিয়া উপজেলায় মোটা আতপ চালের মিলগেইট মূল্য যেখানে ৫০ কেজির বস্তায় ২১০০ থেকে ২২০০ টাকার মধ্যে, সেখানে পাইকারি ও খুচরা বাজারে ওই চালই মানভেদে বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ টাকায়।
এই বিপুল দামের ব্যবধান নিয়ে প্রশ্ন তুললে মিলাররা জানান, সাতকানিয়ার বেশিরভাগ মিলারের চাল সরবরাহ করা হয় উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। অন্যদিকে বাজারে বিক্রি হওয়া চালের বড় একটি অংশ আসে দিনাজপুর ও আশুগঞ্জ অঞ্চল থেকে।
এ সময় দেখা যায়, অনেক দোকানে চালের বস্তায় মিলের ঠিকানা, চালের জাত ও মূল্যসহ কোন ধরনের লেবেল বা সরকারি নির্দেশিত তথ্য নেই।
এটিকে ‘গুরুতর সমস্যা’ হিসেবে উল্লেখ করে খাদ্য নিয়ন্ত্রক বলেন, চালের প্যাকেটে তথ্য না থাকায় ক্রেতারা প্রতারিত হতে পারেন। জুলাই মাস থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। খাদ্য শস্যের বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা হলে কিংবা চালের বস্তায় নির্ধারিত তথ্য না থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে।
এ সময় উপজেলা খাদ্য গুদাম (এলএসডি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ আলম উপস্থিত ছিলেন।