সাতকানিয়ায় ইয়াবাসহ তিন নারী গ্রেপ্তার

1

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে। গতকাল ৩১ মে বিকেল ৩টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ায় ফরিদের বাড়ির (সফি ভিলা) তৃতীয় তলার ১১০ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা, ১৫টি সিমকার্ড, ৭টি জাতীয় পরিচয়পত্র, ১৫টি জন্মনিবন্ধন সনদ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও টেকনাফ শাখার দুটি কৃষি ব্যাংকের চেক বই জব্দ করা হয়। গ্রেপ্তার তিন নারী হলেন নুর নাহার বেগম (৪৫), শারমিন আক্তার (১৪) ও সাইমা সুলতানা (১৮)। তিনজনের বাড়িই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায়। ইয়াবা পাচারের জন্য তারা সাতকানিয়ায় একটি ভাড়াবাসায় অবস্থান করছিল বলে ধারণা করছে এনএসআই। অভিযানের সময় বাসাটি থেকে পাওয়া বিভিন্ন পরিচয়পত্র ও সিমকার্ড দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, তারা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধে জড়িত। আটক নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, এই তিনজন নারী দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত থাকার সন্দেহ রয়েছে। তারা কৌশলে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এনএসআই-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং সফলভাবে ইয়াবা, নথিপত্র ও প্রযুক্তি সামগ্রীসহ তাদের আটক করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে এনএসআই-এর সাতকানিয়া প্রতিনিধি বলেন, টেকনাফ কেন্দ্রিক মাদকের চক্রকে ধরতে আমরা কাজ করছি। এই অভিযানের মাধ্যমে একটি মাদকের চালান আটকে দেয়া সম্ভব হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তাদের সহযোগিদের শনাক্ত করার জন্য আরও অভিযান চলবে।