সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় হামলায় সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর হওয়ায় এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমত আলী সিকদারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিনকে দায়ী করেছেন স্থানীয়রা। আহতরা হলেন, মো. জয়নাল আবেদীন (৩৫), আনোয়ার আলম (৪০), মিকদাদ হোসেন জায়েদ (২২), মোহাম্মদ লিয়াকত (৪২), মো. তৈয়ব (৪০), এরফান (২৭) ও মো. ইলিয়াস (৫০)। এদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার বিষয়টি নিশ্চিত করে ছদাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ আইয়ুব আলী বলেন, ‘শুক্রবার বিকালে ছদাহার ছমদিয়া পুকুর বাজার এলাকা থেকে ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন লোক লাঠিসোটা নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা করে। এতে সাতজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখান থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’ এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে (০১৮৭০৮২৮৫৪৮) যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।