সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠিত এই আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, সাতকানিয়া সেনা ক্যাম্পের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার ফজলুল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, মোঃ ওমর ফারুক, কেওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ঢেমশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির হাটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ ও পুরো সাতকানিয়ায় কিশোর গ্যাং নির্মূলে শীঘ্রই অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।