সাতকানিয়ায় অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

1

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। পুড়ে যাওয়া অটোরিকশার মালিক আব্দুল নূর। গত মঙ্গলবার রাত ৪টার দিকে এওচিয়া ইউনিয়নের ছনখোলা মৌলভীর বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
নুর এওচিয়ার ১নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং ওই এলাকার মৃত আলী বকসুর ছেলে। এ ঘটনার জন্য তিনি পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন।
জানা গেছে, প্রতিদিনের মতো ছনখোলা কেন্দ্রীয় মসজিদের কাছে রাতে মৌলভীর বাড়ির উঠানে নুর সিএনজি অটোরিকশাটি রেখে ঘরে যান। সেখানে অন্যান্য সিএনজি চালকরাও প্রতিদিনের মতো তাদের সিএনজি রেখে যান। পরে রাত আনুমানিক ৪ টায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আব্দুল নূরের সিএনজিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফোনে নূরকে লোকজন খবর দিলে তিনি এসে দেখেন অন্য গাড়িগুলো অক্ষত থাকলেও তার গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আব্দুল নূর বলেন, গত কয়েকদিন আগে কে বা কারা আমার গাড়ির চাকা ও পাইপ চুরি করে। এখন পরিকল্পিতভাবে আমার গাড়িটি আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, তার ভাই হারুন ও মমতাজের ইন্ধনে সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে।
সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সিএনজি অটোরিকশা পুড়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থল যাই। তবে কে ঘটনাটি করেছে মালিকপক্ষ সরাসরি কাউকে দেখেননি। তাদের সন্দেহ সাবেক চেয়ারম্যান মানিকের ভাই হারুন আওয়ামী লীগের শাসনামলে নুরের বাগানের গাছ কেটে নিয়েছিল। প্রতিপক্ষ বলে এ ঘটনা তারা ঘটাতে পারে বলে নুরের ধারণা।