সাঞ্জু-তিলক তান্ডবে ভারতের বড় জয়

1

শুক্রবার রাতে জোহানেসবার্গে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৮৩ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা।
ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পুরো ইনিংসে সবমিলিয়ে ২৩টি ছক্কা হাঁকায় ভারত। আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের ম্যাচে এত ছক্কা দেখা যায়নি আগে।
অবশ্য ওই ম্যাচের ২৯৭ রান এখনও টি-টোয়েন্টিতে দুই পূর্ণ সদস্যের ম্যাচে সর্বোচ্চ। তিলক ভার্মা ও সাঞ্জুর (২১০ রান) জুটি এই ফরম্যাটে ভারতের জন্য যেকোনো উইকেটে সর্বোচ্চ। ৬টি চার ও ৯টি ছক্কায় ৫৬ বলে ১০৯ রান করে সাঞ্জু স্যামসান ও ৯ চার এবং ১০টি ছক্কায় ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিলক।