সাজ্জাদকে প্রধান আসামি করে হত্যা মামলা

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁওয়ে প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে হত্যার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মাদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে চান্দগাঁও থানায় নিহত তাহসিনের বাবা মো. মুসা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী পূর্বদেশকে বলেন, নিহত তাহসিনের বাবা বাদী হয়ে সাজ্জাদকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তাহসিন চান্দগাঁও অদুর পাড়া, হাজীর পাড়াসহ আশপাশের এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন। ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে কিছুদিন ধরে তাহসিনকে কিছু লোকজন হুমকি দিয়ে আসছিল। গত ২১ অক্টোবর ব্যবসায়িক কাজে আদুর পাড়ায় গেলে আসামিরা তাহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহসিন হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত। তিনি হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের প্রধান সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রয়েছে জমি দখল, অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতনের অভিযোগ রয়েছে। দুই মাস আগে অক্সিজেন-কুয়াইশ সড়কে ডাবল মার্ডারসহ অন্তত ৩টি হত্যাকান্ডে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।