সাজেক যাওয়ার পথে দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে এগুজ্জেছড়ি এলাকায় পর্যটকবাহী একটি জিপ (রাঙামাটি-ব- ১৬১৮) নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
জানা যায়, বাঘাইহাট থেকে ১১ পর্যটক নিয়ে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রের (সাজেক ভ্যালি) উদ্দেশ্যে জিপটি যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে এগুজ্জেছড়ি এলাকায় পৌঁছলে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় জিপে থাকা শিশুসহ আটজন আহত হন। খবর পেয়ে মাচালং এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহতদের মধ্যে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আটজন পর্যটক আহত হয়েছেন। তারা বাঘাইহাট থেকে সাজেকের রুইলুই ভ্যালিতে যাচ্ছিলেন। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাঘাইহাট বাজার থেকে সাজেক যাওয়ার সময় সিজকছড়া নামক স্থানে আরেকটি পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। সে সময় জিপে থাকা ১২ শিক্ষার্থীর মধ্যে ৬ জন আহত হন।