দীঘিনালা প্রতিনিধি
সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের মাইটি সিক্সার্স।
গতকাল রবিবার সকালে বাঘাইহাট জোনের পক্ষ থেকে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল খায়রুল আমিন।
স্কুলের সভাপতি ও বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর আবু নাইম খন্দকারের সভাপতিত্বে এসময় দেড় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী কলম, পেন্সিল, রাবার, পেন বক্স ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাজেক ইউনিয়নের মহিলা মেম্বার সুমিতা চাকমা, ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম ডাক্তার, সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন। এছাড়াও বাঘাইহাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।