রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন জোন সাজেকে পাহাড় থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের গণি মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় সাজেকের কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে। সাজেক থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, কিলোরগঞ্জ জেলার ৮০ জনের একদল ব্যবসায়ী সাজেক ভ্রমণে যান। ভ্রমণকালে সাজেকের কংলাক পাহাড়ে ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পাহাড় থেকে পড়ে যান রফিকুল ইসলাম। তাৎক্ষণিকতাকে উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ই¯্রাফিল মজুমদার বলেন, মরদেহ তার নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।