সাগরে নিম্নচাপ তবে শঙ্কা নেই

1

নিজস্ব প্রতিবেদক

শরতের বিদায়বেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও এ নিয়ে শঙ্কার তেমন কারণ নেই বলে আশ্বস্থ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এটি গভীর নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও লক্ষণ তাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। তবে, দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গতকাল বুধবার বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মঙ্গলবার রাতেই নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের তামিলনাড়ু হয়ে উপকূল অতিক্রম করবে। সেখানে এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের বড় কোনও প্রভাব বাংলাদেশে পড়ার তেমন সম্ভাবনা নেই। তবে বড় প্রভাব না পড়লেও দেশের প্রায় সব বিভাগেই বৃহস্পতিবার ‘দুয়েক পশলা’ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তিন নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বুধবার সন্ধ্যা ছ’টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার চারশ’ ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার চারশ’ ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার তিনশ’ ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার তিনশ’ ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ওই সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। বিরূপ আবহাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবারের আবহাওয়া কেমন বিরাজ করতে পারে সে সম্পর্কে পূর্বাভাস দেয়া হয়েছে। বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।