স্পোর্টস ডেস্ক
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক পোশাককর্মী। সেই পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার খড়্গ নিয়ে সাকিব পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন। বুধবার পাকিস্তান থেকে সতীর্থরা ফিরলেও সাকিব ধরেছেন লন্ডনগামী ফ্লাইট।
সেখানে তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন। তবে মামলা নিয়ে আলোচনা-সমালোচনা হলেও সতীর্থ মুশফিকুর রহিম, মুমিনুল হক, শরীফুল ইসলাম ও শান্তসহ জাতীয় দলের বাইরে থাকা সতীর্থদেরও পাশে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই সাকিবকে নির্দোষ দাবি করেছেন। বুধবার পাকিস্তান থেকে ফিরে বিমানবন্দরে সাকিবের ব্যাপারে কথা বলেন শান্ত। তিনি সাংবাদিকদের বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তা-ভাবনা করে থাকেন।
যখন দেখা হবে (প্রধান উপদেষ্টা সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’