ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। ফলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে পারছেন না। সিপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন তিনি। তাই এনসিএল’র এবারের আসরে না-ও খেলতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সেই ইঙ্গিতই দিলেন।
আকরাম খান বলেন, ‘সাকিবের এনওসি ছিল গতকাল (১১ অক্টোবর) পর্যন্ত। ওর টিম ফাইনালে উঠেছে, আমাকে ফোন দিয়েছিল। কথা হয়েছে। দুই দিনের এনওসি দিয়েছি আমরা। ১৩-১৪ তারিখের দিকে দেশে ফিরবে। তারও একটা বিশ্রামের ব্যাপার রয়েছে। গত সিরিজে খেলেই ও সেখানে খেলতে গেছে।’
অবশ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানালেন তিনি।