সাউদার্ন ভার্সিটিতে প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তৈরির

1

বিষয়ে সেমিনার

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ‘Synthesis of Gasoline from Polyethylene as a Sustainable Approach to Solid Waste Management’ শীর্ষক এক সেমিনার গত ৩০ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি বক্তা ছিলেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, HMS Research Centre। তিনি পলিথিন বর্জ্যকে গ্যাসোলিনে রূপান্তর করার টেকসই পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এর সম্ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। তিনি সেমিনারে ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয়ে একটি নতুন গবেষণা কেন্দ্র “Research Institute for Sustainable Environment (RISE)” প্রতিষ্ঠা করা হবে, যা টেকসই পরিবেশ সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেমিনারে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোজাম্মেল হক, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব ও বক্তাকে সম্মাননা জানিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি