সাউদার্ন ইউনিভার্সিটি ইইই ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

1

সাউদার্ন ইউনিভার্সিটি ইইই ক্লাবের উদ্যোগে স¤প্রতি একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি ছিল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এবং উৎসবমুখর। এতে চ্যাম্পিয়ন হয় টিম থান্ডারবোল্ট এবং রানারআপ টিম ইইই সার্কিট ক্রাশার্স। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য রুম্মান শাহরিয়ার (লেকচারার, ইইই বিভাগ) ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। তিনি একই সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও স্বীকৃতি পান। অপরদিকে, সর্বোচ্চ উইকেট শিকারি হন রাকিবুল ইসলাম (৪র্থ সেমিস্টার)। উল্লেখ্য, এই দু’জনই রানারআপ দলের সদসা। ফাইনাল ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য আশরাফ (২৫ সেমিস্টার) ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানারআপ দলের কাছে ট্রফি হস্তান্তর করেন ইইই বিভাগের প্রফেসর আশুতোষ নাথ এবং বিভাগীয় প্রধান ফারহানা হোসেন।