অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ১৫ অক্টোবর সকাল ৯টায় সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচার গ্যালারি-২ এ “Breast Disorders: Experiences at SMCH” সেমিনার অনুষ্ঠিত হয়। সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুন নাহার সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন। ব্রেস্ট ক্যান্সারের সাধারণ লক্ষণ: স্তনে চাকা বা গাঁট সৃষ্টি, স্তনের আকার বা গঠনের পরিবর্তন, স্তন বা বগলের ব্যথা, স্তন বা নিপল থেকে রক্ত বা তরল নিঃসরণ, ত্বকে ঝাঁঝরা ভাব বা নিপলের ভিতরে ঢুকে যাওয়া। ঝুঁকির কারণ: বয়স (৫০ বছরের বেশি বয়সে ঝুঁকি বেশি), পারিবারিক ইতিহাস, হরমোনাল চিকিৎসা বা জন্মনিয়ন্ত্রণ বড়ি দীর্ঘদিন সেবন, স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন, অ্যালকোহল সেবন। সচেতনতা: প্রাথমিক শনাক্তকরণ ক্যান্সার যত দ্রুত শনাক্ত হবে, চিকিৎসা তত বেশি সফল হতে পারে। ভয় ও ভুল ধারণা দূর করা: ক্যান্সার মানেই মৃত্যু নয়। সচেতনতা মানুষকে চিকিৎসা গ্রহণে সাহসী করে তোলে। স্বাস্থ্যপরীক্ষা ও আত্মপরীক্ষার অভ্যাস তৈরি: নারীরা যদি নিয়মিত স্তন পরীক্ষা করেন, তাহলে অস্বাভাবিক কিছু দ্রুত বুঝতে পারবেন। প্রধান অতিথি ছিলেন সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং বিশেষ অতিথি ছিলেন সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মো. মোতাহ্হার হোসেন। অন্যদের মধ্যে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মেহেরুনেছা খানম, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











