সাউথ এশিয়ান কারাতে শ্রীলংকার পথে কাউসার

4

আগামী ৫ ও ৬ জুলাই শ্রীলংকার রাজধানী কলম্বোর সুগাতাদাসা ইনডোর ষ্টেডিয়ামে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন এর আয়োজনে অনুষ্ঠিতব্য ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ ও ১ম অনুর্ধ্ব ১৪ সাউথ এশিয়ান কারাতে কাপ পরিচালনায় শ্রীলংকায় যাচ্ছেন এশিয়ান কারাতে ফেডারেশন এর রেফারি ও চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কাম চীফ কোচ শিহান কাউসার আহমেদ।
বাংলাদেশ কারাতে ফেডারেশন এর রেফারি কমিশন এর সেক্রেটারী কাউসার আহমেদ কারাতে প্রতিযোগিতা পরিচালনায় ইতিপূর্বেও ভারত, শ্রীলংকা, মালেশিয়া, উজবেকিস্থান, কাজাখস্থান ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন।