সাংসদ বাসন্তী চাকমার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

26

তিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে গঠিত সংরক্ষিত ৯নং মহিলা আসনে এমপি হয়ে জাতীয় সংসদ অধিবেশনে উগ্র সাম্প্রদায়িক, সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদানকারী বাসন্তী চাকমাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পাহাড়ত্যাগ করাসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করে পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় সংসদ। গতকাল রবিবার সকালে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার হতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় সংসদ ও সহেেযাগী অঙ্গ সংগঠনগুলো।
কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আহাম্মেদ রেদোয়ান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাসন্তী চাকমার উগ্র সাম্প্রদায়িক বক্তব্য প্রদান ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কথা বলা, সাংবিধান ও সংসদ সদস্যের শপথ পরিপন্থিভাবে বাংলাদেশের নাগরিকদের ‘বহিরাগত’, সেটেলার আখ্যা দেওয়া, পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষায় নিয়োজিত দেশপ্রেমিক সেনাবাহিনীর নামে মিথ্যা অপবাদ দেওয়া, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পার্বত্য চট্টগ্রামের বাঙালি মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি অসম্মান জানানো ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা সহ উপজাতীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের সুরে কথা বলে তিন পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে উগ্র-সাম্প্রদায়িক ও জাতীগত বিভেদ উস্কে দিয়েছেন এই বাসন্তী চাকমা।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের দিঘীনালা উপজেলা জৈষ্ঠ্য সহ সভাপতি গোলাপ হোসেন, মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সদস্য সচিব আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় সমন্বয়ক সাহাবুদ্দীন, কেন্দ্রীয় সমন্বয়ক সাদ্দাম হোসেন, জেলা আহবায়ক এস এম হেলাল, খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহবায়ক মোক্তাদির হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল হোসেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি আলামিন হোসেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার প্রচার সম্পাদক সোহেল রানা, দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, মাটিরাঙা উপজেলা শাখার সদস্য সৌরভ হোসেন, সদর ইউনিয়ন কমিটির সভাপতি সালাম, মনির, মুছা, বাবুল প্রমুখ।