চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং রয়টার্সের সাবেক প্রধান প্রতিবেদক নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।
বিবৃতিতে বলেন, নিজাম উদ্দিন আহমেদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং সখ্যতার সম্পর্ক ছিল। চট্টগ্রাম প্রেসক্লাবের বর্তমান ভবনের নির্মাণকাজ তাঁর হাতে শুরু। তৎকালীন সভাপতি মরহুম আতাউল হাকিম এবং সাধারণ সম্পাদক নিজাম সাহেব ১৯৮৯-৯০ সালে ব্যক্তিগত অনুদান হিসাবে আমার কাছ থেকে এই প্রেস ক্লাবের জন্য ২০ লাখ টাকা নিয়েছিলেন।
তাঁদের আবেদনে সাড়া দিয়ে ১০ তলা ভবনের আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অন্যান্যদের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মরহুম সাংবাদিক ওবাইদুল হক, দৈনিক নয়াবাংলা পত্রিকার সম্পাদক মরহুম আবদুল্লাহ আল সগীর, দৈনিক ইত্তেফাকের ওসমান গণি মনসুর, অবজারভারের মরহুম মর্তুজা, দৈনিক বাংলার মরহুম সাইফুল আলম, সাংবাদিক নাসিরউদ্দিন, ইমামুল ইসলাম লতিফী সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মরহুম নিজাম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। বিজ্ঞপ্তি