বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম এর ছোট ছেলের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএসজেএ, চট্টগ্রাম এর সাবেক সভাপতি সাইফুল্লাহ্ চৌধুরী, চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি ডা. নূরুল আমিন ও সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আরো শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাং শাহজাহান, শতদল ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, কে এম স্পোর্টিং ক্লাবের সভাপতি মসিউল আলম স্বপন, সিজেকেএস কাউন্সিলর মো. নাসির মিয়া, আকতার পারেভেজ হিরো, সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, সরওয়ার আলম চৌধুরী (মনি), আলী হাসান রাজু, সালাউদ্দিন জাহেদ প্রমুখ।
এদিকে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স এসোসিয়েশন এর সিনিয়র সদস্য এবং আন্তর্জাতিক স্কোরার নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।