জাফর হায়াত নির্লোভ, বিনয়ী ও সৃজনশীল ব্যক্তি ছিলেন। তরুণ বয়সে তিনি আমেরিকায় ছিলেন। পরে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এই মুক্তিযোদ্ধা। তিনি দৈনিক ইস্টার্ণ নিউজ ও সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১০ মে রাজধানীর একটি আবাসিক হোটেলে তাঁর মৃত্যু হয় যান।
জাফর হায়াতের ১০ম মৃত্যুবার্ষিকীতে ১১ মে বাদে আছর খতমে কোরান, দোয়া মাহফিল ও স্মরণসভায় আলোচকরা তাঁর স্মৃতিচারণ করেন। সাপ্তাহিক পূর্ববাংলা পরিবারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব বাংলার সম্পাদক এম. আলী হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা ও শৃংখলা কমিটির আহব্বায়ক ও বিশ্ব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজকল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক মিলন বড়ুয়া, ডা. ডি কে ঘোষ, সাবের আহমদ চৌধুরী, সমীরণ বড়ুয়া, শাহিন আহমদ ও আয়কর আইনজীবী আলী মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফজলুল কাদের ও খতমে কোরানে অংশ নেন এতিমখানার হাফেজরা। বিজ্ঞপ্তি