সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া জিয়া মঞ্চের মানববন্ধন

1

রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উত্তর রাঙ্গুনিয়ার রাজারহাট এলাকায় ১ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।
উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ এবং পৌরসভার সদস্য সচিব মেহেদী হাসান টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টীম প্রধান ওয়াকিল আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জিয়া মঞ্চ আহবায়ক রফিকুল কাদের, রাঙ্গুনিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান সিকদার, সহসভাপতি আবু বকর, হাসান মুরাদ।
বক্তব্য দেন উপজেলার যুগ্ম সম্পাদক রাশেদ সিকদার, দফতর সম্পাদক মাস্টার নুরুল আলম, পাঠাগার সম্পাদক বেলাল হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন সভাপতি ফজলুল করিম ফজলু, সরফভাটা ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান মেম্বার,পারুয়া ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ রাজানগর সভাপতি এডভোকেট মাসুদ করিম, রাজানগর ইউনিয়ন সভাপতি আব্দুল জব্বার, ইসলামপুরে সভাপতি আবুল মনছুর, হোসনাবাদ ইউনিয়ন সভাপতি ইসমাঈল, পোমরা ইউনিয়ন সভাপতি আজগর আলী, লালানগর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মালেক শাহ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় নদী তীরবর্তী এলাকার জনসাধারণের ডাকে সাড়া দিয়ে গত ২৭ অক্টোবর রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক কামরুলকে রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ইসমাইলের নেতৃত্বে তার বাহিনী হামলা করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ৪-৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করেনি। বক্তারা অনতিবিলম্ব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। বিজ্ঞপ্তি