সাংবাদিকের ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহ সভাপতি মিলন নন্দী ওরফে নান্টুকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকা থেকে গত বৃহস্পতিবার আটক করা হয় এবং গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত বুধবার শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডের নিচতালায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির জেলা অসিফের কক্ষে ঢুকে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় নেতৃত্ব দেন যুবলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহসভাপতি মিলন নন্দী ওরফে নান্টু।
রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাহেদ পারভেজ জানান, বুধবার সকালে সাংবাদিকের উপর হামলার ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। পরবর্তীতে আমরা মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে ২৪ ঘণ্টার মধ্যেই কাপ্তাই থানাধীন বড়ইছড়ি এলাকা থেকে নান্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।