চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ডেইজী মউদুদ সাংবাদিকতায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৪ এ ভূষিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ৮ এপ্রিল বিকালে পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
সংবর্ধনায় বক্তারা বলেন, ডেইজী মউদুদ আশির দশক থেকে সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছে। যে সময়ে নারীরা ঘর থেকে বের হতে সঙ্কোচ বোধ করতেন সেই সময়েই পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন ডেইজি মউদুদ। তিনি প্রাণ-প্রাচুর্যে ভরা একজন মানুষ। নিজের মেধা, ঐকান্তিক প্রচেষ্টা, কর্মস্পৃহা, উদ্যম এবং নিরলস পরিশ্রমের ফলে তিনি সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম সিটি করপোরেশন তাঁকে যথাযথ মূল্যায়ন করেছে। তাঁর এই গৌরবময় অর্জনে আমরাও গৌরবান্বিত। তিনি আলোকিত করেছেন সাংবাদিক সমাজকে।
সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এমন একজন সাংবাদিককে পুরস্কৃত করেছেন যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশার সাথে যুক্ত থেকে সাংবাদিকতাকে এগিয়ে নিয়েছেন। তাঁকে অনেক বিশেষণে বিশেষিত করা যায়। তাঁর এই প্রাপ্তিতে তাঁর কাজের স্পৃহা আরো বেড়ে যাবে। একইসঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবের একজন সিনিয়র সদস্য হিসেবে তাঁর এই প্রাপ্তিতে আমরাও গর্বিত।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি সত্যিই আনন্দের। তিনি চট্টগ্রামের নারী সাংবাদিকদের পথ প্রদর্শক। তাঁর পদাঙ্ক অনুসরণ করে আজকে চট্টগ্রামে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় অনেক নারী সাংবাদিক কাজ করছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন।
সংবর্ধেয় হিসেবে অভিমত ব্যক্ত করতে গিয়ে ডেইজী মউদুদ বলেন, আমাদের প্রাণের প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাব। এই প্রতিষ্ঠানের এমন আয়োজনে আমি অভিভূত এবং আনন্দিত। একজন সদস্য হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবর্ধনা আমার জন্য আরেক বড় প্রাপ্তি। আপনাদের এই ভালোবাসা আমার আগামীর পথ চলার নিয়ামক শক্তি।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ এবং নাট্যকর্মী শুক্লা বিশ্বাস। অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক ডেইজী মউদুদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী, মঞ্জুরুল আলম মঞ্জু এবং প্রেস ক্লাবের সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি