সাংবাদিককে বেঁধে রেখে বাইক ছিনতাই

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে স্থানীয় সাংবাদিক জাফর আলম জুয়েলকে হাত-পা বেঁধে রেখে তার মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে একদল ডাকাত। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, মেয়ের বিয়ের কাজকর্ম সেরে ঈদগাঁও থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালায় পৌঁছলে ডাকাত দলের সদস্যরা কাটাগাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে হাত-পা বেঁধে তার মোটরসাইকেল, টাকা, দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এ ঘটনার কিছুক্ষণ পর সোহেল নামে এক চালকের আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হবে।