হাটহাজারী প্রতিনিধি
বিগত সরকারের সময় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১৬ সহায়ক সদস্যের নিয়োগ বাতিল চেয়ে সচিব বরাবরে আবেদন করেছে এক কাউন্সিলর। সোমবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম মশিউজ্জামান।
এর আগে রোববার (১৮ আগস্ট) পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস শুকুর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সচিব বরাবরে এ আবদেন করেন। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক ও ইউএনও’র কাছে ওই আবেদনের অনুলিপি প্রদান করে বলে জানান ওই কাউন্সিলর।
নিয়োগ বাতিল চাওয়া সহায়ক সদস্যরা হলেন- গোবিন্দ্র প্রসাদ মহাজন, শিমুল মহাজন, মৃত জসিম উদ্দিন, দিদারুল আলম বাবুল, শামসুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, সাইদুল হক খোকন, সালাউদ্দিন মানিক, তোফাজ্জল হোসেন ফোরকান, আজম উদ্দিন, শাহজাদা স. ম. এনাম, হাজী মো. রফিক, নাজিম উদ্দিন, রঞ্জিত নাথ, ওসমান কবির রাসেল ও মো. শাহেদ।
আবেদন মারফত জানা গেছে, বিগত ২০১২ সালের ৯ আগস্ট স্থানীয় সরকার কর্তৃক পৌরসভা ঘোষণা করেন। হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার ১২ জনকে কাউন্সিলর এবং রাজনৈতিকভাবে ১৬ জনকে সহায়ক সদস্য করে পৌরসভা গঠন করা হয়। তবে সহায়ক সদস্য পদে বিগত সরকারের দলীয় সন্ত্রাসী লোক নিয়োগ করেছেন।
তাছাড়া তারা বিভিন্ন সময়ে হাটহাজারী পৌরসভার সর্বস্তরের জনসাধারণের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে পৌরসভার সেবা নিতে এসে বিভিন্ন এলাকার জনসাধারণ থেকে ঘুষ বাণিজ্য করেছেন। এছাড়া পৌরসভা ঘোষণার পর থেকে কোন প্রকার নির্বাচন না দিয়ে দলীয় রাজনৈতিক লোক নিয়োগ দিয়ে সহায়ক সদস্য নিয়োগ দেয়। বর্তমানে দলীয় নিয়োগকৃত সহায়ক সদস্য বাতিল করা প্রয়োজন।
এ ব্যপারে ইউএনও এ বি এম মশিউজ্জামান জানান, পৌরসভার ১৬ সহায়ক সদস্যের নিয়োগ বাতিল চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সচিব বরাবরে করা আবেদনটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।