সলিমপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

1

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে সহিংসতা এড়াতে ও বাসিন্দাদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছিন্নমূল ও সলিমপুরবাসী। ২৫ অক্টোবর দুপুরে জঙ্গল সলিমপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রোকন উদ্দিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অসহায় ছিন্নমূলবাসীকে পুঁজি করে যারা অপরাধ করছে তাদেরকে জনগণ ক্ষমা করবে না। রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় অপরাধ দমন করা সম্ভব নয়।
গত ৪ অক্টোবর ভোর ৫টায় জঙ্গল সলিমপুরের পার্শ্ববর্তী এলাকা আলীনগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় তারা দেশিয় অস্ত্র দিয়ে নিরীহ এলাকাবাসীর ঘরবাড়িতে হামলা চালায়। এসময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসী ১৫ জন আটক হয়। পরবর্তীতে আটক হওয়া সন্ত্রাসীদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলী নগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, অ্যাডভোকেট আমজাদ, মো. ওমর ফারুক, নুরুল ইসলাম, নুরুল হক ভান্ডারীসহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি