সলিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

জেলার অপরাধপ্রবণ সীতাকুন্ডের সলিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে পরিচালিত অভিযানে তাদেও গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বন্দর-বায়েজিদ লিংক রোডে বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রির সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এই অভিযানে বড় একটি কাটার, দুটি রাম দা, দুটি লোহার পাইপ ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। তারা হলেন নুর মোহাম্মদ ওরফে মানিক, আরিফ হোসেন ও মো. রবিউল হোসেন। তাদের মধ্যে নুর মোহাম্মদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার এবং বাকি দুজন সীতাকুন্ডের বাসিন্দা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। অভিযানের সময় তাদের আরও ১২-১৩ জন সহযোগী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পলাতকদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিষয়ে সীতাকুন্ড মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা হয়েছে। এতে দন্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।