সর্বোচ্চ বেতন পাচ্ছেন মেসি

1

স্পোর্টস ডেস্ক

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয়ের পর প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়িমিতে গেছেন। প্রথম বছরে সেখানে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়ের তকমা লাগানোর পর দ্বিতীয় বছরেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। এবছরও মেজর লিগ সকারের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়টি ৩৮ বর্ষী মহাতারকাই।
মেজর লিগ সকারে মেসি মোট আয় করেছেন ২০.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৫৪৬ কোটি ৫৯ লাখ টাকায়। মেজর লিগ সকারের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এতথ্য প্রকাশ করেছে। অ্যাডিডাসের সাথে চুক্তির অংশ থেকে এবং এমএলএসের প্রচারস্বত্ব থেকেও অর্থ পান তিনি। এমএলএসের স¤প্রচার মাধ্যম অ্যাপলের সাথে তার চুক্তি রয়েছে।