সরফভাটায় মৎস্য চাষ কর্মশালা

71

রাঙ্গুনিয়ার মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচাাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২০১৮-১৯ সালে ইউনিয়ন পর্যায়ে সিআইজি ও নন-সিআইজি মৎস্যচাষীদের অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদ হলরুমে রবিবার (৩০ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা মৎস্য জরীপ কর্মকর্তা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী অনন্ত মার্মা চৌধুরী, সিআইজি সদস্য মো. রহমত, সাবের আহমেদ, মুহাম্মদ আলী মেম্বার, স্থানীয় মৎস্য স¤প্রসারণ প্রতিনিধি সাকের সিকদার প্রমুখ। রাঙ্গুনিয়া প্রতিনিধি