সরকার ‘ব্যর্থ’, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি : নাহিদ

0

পূর্বদেশ ডেস্ক

জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ‘ব্যর্থতার পরিচয় দিয়েছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহব্বায়ক নাহিদ ইসলাম। তিনি এও বলেছেন, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আগামী ৩ আগস্ট তারাই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রোববার দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণার সময় তিনি এ কথা বলেন। বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।
নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল, ৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তার কোনো উদ্যোগ নেই। সরকার যেহেতু বলেছিল সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি; সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ছাত্র-জনতাকে সাথে নিয়ে ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।
এর আগে গত ৬ জুন এনসিপি নেতা নাহিদ বলেছিলেন, যেহেতু নির্বাচনের একটি সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে, যদি জুলাই মাসে জুলাই সনদ হয়ে যায় এবং জুলাই ঘোষণাপত্রটা হয়ে যায় প্রতিশ্রুত সময়ের মধ্যে, তাহলে এ সময়টাকে (এপ্রিলের প্রথমার্ধে ভোট) সাধুবাদ জানাই।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ গতকাল বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই মাসের মধ্যেই এ জাতীয় সনদ ঘোষণার বিষয়ে তারা আশাবাদী।
জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবিও তোলা হবে জানিয়ে নাহিদ গতকাল বলেন, সেদিন এনসিপির ইশতেহারও ঘোষণা করা হবে।
এনসিপির ৩৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ১ জুলাই থেকে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’, ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ এবং দলের ইশতেহার পাঠ। ১৬ জুলাই আবু সাঈদকে স্মরণ করে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ছাত্র-জনতার মুক্তি দিবস হিসেবে উদ্যাপন।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ নির্মাণের যে আকাক্সক্ষা গড়ে উঠেছে, তাতে জুলাইকে স্মরণে রাখতে হবে। জুলাই-আগস্টের যে ৩৬ দিন তা স্মরণ করার দায়িত্ব সকলের।
তবে জুলাইয়ের আকাক্সক্ষাকে ধারণ করা দল এনসিপির দায়িত্ব অনেক বেশি বলেও মন্তব্য করেন নাহিদ।
কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, আমরা দেশের ৬৪ জেলায় পদযাত্রা করব, যা শুরু হবে ১ জুলাই এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই পদযাত্রার নাম হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
সারাদেশে পদযাত্রা বাস্তবায়নে একটি কমিটিও করা হয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহব্বায়ক হিসেবে আছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম আহব্বায়ক অনিক রায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ জুলাই রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যদিয়ে পদযাত্রা শুরু হবে এবং পরে তা বিভিন্ন জেলায় হবে।
নাহিদ ইসলাম বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা মানুষের আরো কাছে যেতে চাই। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের কাছে যেতে চাই এবং তাদের কথা শুনতে চাই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, অনিক রায়।