সরকারে থেকে দল গঠনের কৌশল মেনে নেবে না জনগণ

3

পূর্বদেশ ডেস্ক

অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বে থেকে ‘সুযোগ-সুবিধা নিয়ে’ নতুন দল গঠনের ‘কৌশল’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তারা চেষ্টা করছেন অতিদ্রæত কিছু কাজ শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে, আদৌও নির্বাচনের ব্যাপারে এরা আন্তরিক কিনা। খবর বিডিনউজের।
গতকাল (মঙ্গলবার) আপনারা পত্রিকায় দেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) যিনি আছেন, তিনি বলেছেন- ‘ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে’। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে, তারা এখন নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়।স্থানীয় সরকার উপদেষ্টা মঙ্গলবার যে কথাটা বলেছেন, ইট ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে, তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না, এ দেশের মানুষ তা মেনে নেবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রæয়ারি মাসেই সরকারের দুই তরুণ উপদেষ্টাসহ ছাত্রদের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনার মধ্যে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জুলাই আন্দোলনের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে এই দল গঠনের আলোচনা চলছে।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দলের সামনের সারির দিকে আসতে পারেন বলে আলোচনা হচ্ছে।
নাহিদ ইসলাম সোমবার বলেন, নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানাবেন। আর দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে সরকারের দায়িত্ব থেকেও ইস্তফা দেবেন।
বিষয়টি নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে ছাত্রদলের এক আলোচনা সভায় কথা বলেন ফখরুল ইসলাম।
তিনি বলেন, আমরা খুব স্পষ্ট করেই বলছি, অবশ্যই নতুন যখন রাজনৈতিক দল গঠন হবে, তাকে আমরা স্বাগত জানাব। ছাত্র সংগঠন ইতোমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি। যখন দল তৈরি করবেন আমরা স্বাগত জানাব।
তার মানে এই নয় যে, আপনারা সরকারে বসে, সরকারের সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে আপনারা দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না, জনগণ মেনে নেবে না।