‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর থেকে শুরু হওয়া নিরাপদ সড়ক সপ্তাহ পালন উপলক্ষে ‘সড়ক হোক সকলের জন্য নিরাপদ’ শ্লোগানকে সামনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রচারণা কর্মসূচির আয়োজন করে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উদ্যোগে গঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) চট্টগ্রাম। এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়। সভাপতিত্ব করেন পিআইজি চট্টগ্রামের সভাপতি মুহাম্মদ মুসা খান। সংহতি জানিয়ে স্বাগত বক্তব্য দেন সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য দেন ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, চট্টলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কমল চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব সাইদুর রহমান মিন্টু, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পিআইজি এর যুগ্ম আহবায়ক জেসমিন খানম, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সায়মা, ছাত্র নেতা রাইসুল ইসলাম, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, ক্যাব নেতা এম এ আওয়াল শাহীন, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, পিআইজি এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দ আবুল হাসান আজমী, পিআইজি এর সদস্য, খাদিজা আক্তার, তানিয়া সুলতানা প্রমুখ।
প্রচারণা কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সড়ক পরিবহন আইন ও সড়কে যাত্রীদের করণীয় সম্পর্কে পথচারী ও যাত্রীরা অবহিত নয়। যাত্রীদের অজ্ঞতার সুযোগে অনেকেই আইন না মানার সংস্কৃতি গড়ে উঠেছে। ৫ আগস্টের যোদ্ধারা দেখিয়েছে- চাইলে পরিবর্তন সম্ভব। আর সে কারণে বর্তমান তরুণ প্রজন্মের কাছে মানুষের আশা আকাংখার পরিমাণ অনেক বেশি। সড়কপথে শৃংখলা ফেরাতে ছাত্র-যুবরা যেভাবে দায়িত্ব নিয়েছিলো, ঠিক একইভাবে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের দাবিতে তরুণ সমাজকে নেতৃত্ব প্রদান করতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন হবে। বিজ্ঞপ্তি