বৃহত্তর চট্টগ্রামের সকল রড সিমেন্ট ব্যবসায়ীদের সমন্বয়ে চট্টগ্রাম জিলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপ এর উদ্যোগে ২২ ফেব্রুয়ারি নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে রড সিমেন্ট ব্যবসায়ী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ হারুনুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক মুহাম্মদ শাহাবুদ্দীন। মূখ্য আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব এস এম হোসেন চৌধুরী। মুহাম্মদ হাসান মুরাদ এবং আরিফ আহমেদ বাবুলের যৌথ সঞ্চালনায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব সিরাজুর রহমান, এস এম এরশাদুল হক, মুহাম্মদ আশ্রাফ উদ্দিন, এএসএম শোয়াইব, মুহাম্মদ নুরুদ্দীন, মুজিবুল হক বকুল, এস এম শহিদুল আলম, মুহাম্মদ আকবর আলী, জামাল আহমেদ, শাহ্ আজিজুর রহমান, মোরশেদ আলম, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ইলিয়াস, ওবাইদুল করিম চৌধুরী, মুহাম্মদ নুর নবী, কবির আহমেদ, আকতার হোসেন, মুহাম্মদ মনছুর আলম, মুহাম্মদ আনাস, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ নুরুল আলম সুমন, আলহাজ নজির আহমদ সওদাগর, মুহাম্মদ শফিউল আলম, এস এম পারভেজ প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন রিদুয়ান সিদ্দিকী, ওমর ফারুক সাগর, ইশতিয়াক স¤্রাট, মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ। এছাড়াও বিএসআরএম, কেএসআরএম, একেএস, জিপিএইচ, রুবি সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট, রয়েল সিমেন্ট গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীকগণকে সম্মিলিত উদ্যোগে পলিথিন বর্জন করে পরিবেশবান্ধব একটি সুন্দর নগরী গড়ার আহবান জানান। তিনি সিমেন্ট কোম্পানীদের পলিথিনের স্থলে পাঠ এবং কাগজের থলে ব্যবহার করার পাশাপাশি সকল ব্যবসায়ীদের সম্মিলিত সহযোগিতায় আমিন জুট মিলস্ পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি