ইমাম হাশেমী দরবার শরীফের বার্ষিক ওরশের তিনদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে আঞ্জুমানে আশেকে মোস্তফা (দ.) এর পরিচালনায় অনুষ্ঠিত শাহ আমিন হাশেমী (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। গত ৩ এপ্রিল দরবার প্রাঙ্গণে দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছাদেকুর রহমান হাশেমী (মাজিআ)’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শেখ শফিউল আজম।
বক্তব্যে তিনি বলেন, আকাশ সংস্কৃতির নির্বিচার নিয়ন্ত্রহীন প্রসার ও প্রভাব, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ইত্যাদি নানাবিধ কারণে শিশু-কিশোররা আজ বিপথগামী হচ্ছে। যা দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। প্রজন্মকে সমাজ তথা সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে সুশিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এসময় তিনি আঞ্জুমানে আশেকে মোস্তফা (দ.) এর উদ্যোগের প্রশংসা করেন।
এছাড়াও দিনব্যাপী ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ক্যাম্পে দিনব্যাপী ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রায় দেড় হাজার অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধপথ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও র্যাডিকেল ইন্টারন্যাশনালের মহাসচিব, চট্টগ্রাম মেডিকেল ল্যাব কনসালটেন্ট এস এম ইকরাম হোসাইন, পাঁচলাইশ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ও প্রাইমারি চিকিৎসক পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, দপ্তর সম্পাদক শফিউল আকবর, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. সাফকাত আলম মিরাজ, নির্বাহী সদস্য এম রাফি প্রমুখ।
উল্লেখ্য, প্রায় দেড়যুগ ধরে ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ঔষধ সহায়তা কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি