সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম শাখার সমাবেশ

1

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক জোবায়ের বীনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, মহিলা ফোরাম সদস্য সুপ্রীতি বড়ুয়া, শাহনাজ আক্তার, উম্মে হাবিবা শ্রাবণী, বাসদ সদস্য সেলিম উদ্দিন, নুরুল হুদা নিপু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য আহমদ জসিম, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা আহবায়ক হেলাল উদ্দিন কবির, ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ বক্তারা বলেন, গণভ্যুত্থানের মধ্যে বৈষম্য ও নিপীড়নবিরোধী যে চেতনা জনগণের মধ্যে গড়ে উঠেছে, তা আজ বিভিন্নভাবে ম্লান হতে চলেছে। স¤প্রতি চকরিয়ার বদরখালীতে কিশোরী ধর্ষণের ঘটনায় জনগণ স্তম্ভিত ও শংকিত। গত পরশু রাতে যে দূর্বৃত্তদের দ্বারা কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে তা সমাজের অপরাধ প্রবনতাকে তুলে ধরে। সমাজে ঘরে কিংবা বাইরে কোথাও নারী নিরাপদ নয়। সমাজে বৈষম্য যত বাড়ে, অপরাধও তত বৃদ্ধি পেতে থাকে। চকরিয়ায় গণধর্ষণের ঘটনায় পুলিশ সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করলেও এখনো কোনো মামলা হয় নি। সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা ও বিচারহীনতার সংস্কৃতি আজ নারী নিপীড়নের ঘটনাকে বাড়িয়ে তুলেছে। নারীসহ সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। অথচ ফ্যাসীবাদবিরোধী লড়াইয়ে এই নারীদের ছিলো উল্লেখযোগ্য ভূমিকা। অথচ এই নারীবিদ্বেষী ঘটনা এবং সমাজে মৌলবাদীদের বিভিন্ন বক্তব্য প্রতিনিয়ত সেই ভূমিকাকে হেয় প্রতিপন্ন করে তুলেছে। সিনেমা, নাটক, বিজ্ঞাপনেও নারীকে যেভাবে পণ্যরূপে উপস্থাপন করা হয় তাতে নারীকে কেবল ভোগ্যপণ্য হিসেবেই তুলো ধরা হয়। আজ তাই নারীর উপর সহিংসতা প্রতিরোধে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই বেগবান করা দরকার। বিজ্ঞপ্তি