চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, মানুষ মানুষের জন্য। একজনের পাশে আরেকজনকে দাঁড়াতে হবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সবাইকে মিলেমিশে থাকতে হবে। পবিত্র মাহে রমজানে সমাজের অনেক পরিবার আছে যাদের আর্থিকভাবে স্বচ্ছল না। আবার অনেক নিম্নমধ্যবিত্ত পরিবার আছে, যারা কারো কাছে চাইতে পারে না, জানাতে পারে না দৈন্যদশার কথা। তাই পবিত্র রমজানে প্রতিবেশির খোঁজখবর নেওয়া উচিত। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সমাজের গরীব অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সকলের কর্তব্য।
বৃহস্পতিবার রাতে নগরীর বাদুরতলার একটি কনভেনশন সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অসহায় ও দিনমজুরদের মাঝে ‘ইফতার উপহার’ তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক, অর্থ সম্পাদক আবু সাদাত সায়েম, ধর্ম সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া সম্পাদক হুমায়ুন রুবেল, বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সদস্য নেজাম উদ্দীন, তপন, কামরুল ইসলাম, ডা. শিবলী, ওমর রানা, নাছির উদ্দীন, খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি