মাওলা আলী সম্পর্কে আগে জানতে হবে। তবেই মাওলা আলীর দর্শন পাবেন। মাওলা আলী সমস্ত মুসলিম জাহানের অভিভাবক। নবী করিম মোহাম্মদ মোস্তফা (সা.) বলেছেন, ‘আমাকে যেমন অভিভাবক হিসেবে সম্মানের সর্বোচ্চ জায়গায় রেখেছো ঠিক তেমনি আমার মাওলা আলীকেও সেই জায়গায় রাখতে হবে।’ ঈদে গাদীর ও ঈদে মোবাহেলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন।
আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের আয়োজনে ২২ জুন চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলরুমে ঈদে গাদীর ও ঈদে মোবাহেলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে গাদীর উদযাপন কমিটির আহŸায়ক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও ডা. কামরুল হাসান ইমামীর সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরে আলম, আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. মেরাজুল ইসলাম, নাজিরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক, মাওলানা আব্দুল মান্নান জাফরী ও আব্দুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড মাওলানা মো. কামাল উদ্দিন তাহেরি। অনুষ্ঠানে ঈদে গাদীরে খুম ও হযরত মাওলা আলী সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ইঞ্জিনিয়ার জোবায়েত হায়দার। কাছিদা পরিবেশন করেন মো. নুর আলম, সৈয়দ আলী আজগর ইমামী বাবর ও রাশেদ হুসাইন ইমামী। অনুষ্ঠানের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসাইন মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন। বিজ্ঞপ্তি