নিজস্ব প্রতিবেদক
সমবায় সমিতির নামে প্রতারণার মাধ্যমে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে রাশেদুল ইসলাম রাজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, সে প্রতারণার মূল হোতা। গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাজ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল আজিজের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, রাশেদুল ইসলাম রাজ ‘চান্দগাঁও প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ ও ‘প্রাইম দারিদ্র্য ও শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। তার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে প্রতারক রাশেদুলকে গ্রেপ্তার করে পুলিশ।