পূর্বদেশ ডেস্ক
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে নগর ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। ‘ঢাকার সাধারণ ভোটার’ ব্যানারে গতকাল শনিবার নগর ভবনের সামনে তৃতীয় দিনের মত অবস্থান ও সচিবালয় অভিমুখে যাত্রা কর্মসূচি পালন করে কয়েকশ মানুষ।
সকালে নগর ভবনের সামনে জড়ো হন তারা। বেলা ১১টার দিকে নগর ভবন থেকে খন্ড খন্ড মিছিল গোলাপশাহ মাজার, জিপিও হয়ে পল্টনের দিকে এগোতে থাকে। জিপিও মোড় থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে পুলিশ ব্যারিকেড দেওয়ায় বিক্ষোভকারীরা পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে আসেন।
সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা আবার নগরে ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
দুপুর ১টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করেন ইশরাকের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকে দেওয়া বক্তব্যে সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।
তিনি বলেন, আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হল। তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের ১৪ ও ১৫ তলায় স্থানীয় সরকার বিভাগের অফিস। সচিবালয়ে অগ্নিকান্ডের পর স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম সেখানে নিয়ে যাওয়া হয়েছে। উপদেষ্টা সেখানেই বসেন। তবে গত বুধবার থেকে তিনি নগর ভবনে আসছেন না।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন গতকাল বলেন, স্যার ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা। সে কারণে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের ওনার অফিস আছে। আপাতত সেখানে বসছেন তিনি।
নগর ভবন প্রায় অচল :
গতকাল সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাক সমর্থকেরা। এতে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে ছোট গেট দিয়ে ভেতরে যাওয়া যাচ্ছিল। এ সময় বিক্ষুব্ধরা নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে পারেননি। ব্যাহত হয় সেবা কার্যক্রম।
ডিএসসিসির একজন কর্মকর্তা বলেন, আমাদের আজ (শনিবার) অফিস খোলা ছিল। তবে অফিসে তালা দেওয়ায় সেখানে যেতে পারছি না। বাইরে ঘুরে চলে আসছি।
গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের শপথের আয়োজন এখনো হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।